পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন। যা অদ্ভুত ও ভয়ংকর প্রাণীদের আবাসস্থল। পৃথিবীর সব রেইনফরেস্টের দ্বিগুণ। যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে। অ্যামাজনের আকর্ষণীয় ও ভয়ংকর প্রাণীদের আদ্যোপান্ত লিখেছেন- তকিকুল ইসলাম
মাকড়সা আসলে অমেরুদন্ডী শিকারি কীট। আট পা ওয়ালা মাকড়সার একটি বিশেষ গুণ হলো, এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীটপতঙ্গ শিকার করে। তবে সব মাকড়সাকে ছাড়িয়ে যায় ব্রাজিলিয়ান মাকড়সা। মাকড়সার বিভিন্ন প্রজাতি, কেউ জাল বোনে, কেউ লাফিয়ে শিকার ধরে। সব মাকড়সার একজোড়া বিষগ্রন্থি আছে। তবে ব্রাজিলিয়ান মাকড়সার কামড় খুব বিষাক্ত। ব্রাজিলিয়ান মাকড়সা নিঃসঙ্গ শিকারি- এরা জাল বোনে না। লাফিয়ে শিকার ধরে। এদের চেনার উপায় হলো নিচ দিকে বাঁকা দাঁড়া যা সোজা ওপর-নিচ নড়ে।
এই মাকড়সাটি যেমন বিখ্যাত এর সৌন্দর্যের জন্য, তেমনি বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বেশি বিষধর মাকড়সা হিসেবে। এর একটা কামড় একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। গবেষণায় দেখা গেছে, তৃতীয়বার কামড়ানোর পর মাকড়সাটি তেমন একটা বিষ পুনরুৎপাদন করতে পারে না। ষষ্ঠবারের কামড়ে মাকড়সাটি যে পরিমাণ বিষ ঢালে তা খুবই নগণ্য। ব্রাজিলিয়ান মাকড়সা এতই বিষাক্ত যে, ফটোগ্রাফাররাও এর কাছ ঘেঁষে ছবি তুলতে ভয় পান। তবে ব্রাজিলিয়ান মাকড়সা শিকার ধরা ছাড়া অকারণে আক্রমণাত্মক নয়।
বিস্ময় কিনকাজো (Kinkajou)
কিনকাজোকে অ্যামাজনের বিস্ময় বললে কম বলা হবে। অ্যামাজনে যত বিস্ময়কর প্রাণী আছে তাদের একটি কিনকাজো। কিনকাজো আসলে রেকনের মতো। এ প্রাণীর আছে সোনালি নরম মোটাসোটা ঘন লোম এবং আরও রয়েছে লম্বা লেজ, যা দিয়ে তারা গাছকে শক্ত করে আটকে ধরে রাখতে পারে। এদের মধু ভাল্লুকও বলে। গাছের ডালে এরা বাস করে। সাধারণত ফলমূল খেয়ে বাঁচে। এদের জিহ্বাটি থাকে তাদের শরীরের তুলনায় বেশ লম্বা। গাছের ঝুলন্ত ফলকে ধরতে এবং ফুলের মধু চাটতে এই ৫ ইঞ্চি লম্বা জিহ্বা তারা ব্যবহার করে। এত বড় জিহ্বা থাকার কারণে এদের সহজেই বনে চিনে নেওয়া যায়। তবে এই পরিচিতি তাদের অস্তিত্বকে আরও সংকটে ফেলে দিয়েছে। শিকারির প্রথম পছন্দের তালিকায় তারা চলে এসেছে। অনেকে গোপনে তাদের সংগ্রহ করে ঘরে ব্যক্তিগত চিড়িয়াখানায় পোষে। এ কারণেও বন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। বিস্ময় কিনকাজো পরিবারের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। তাদের বাচ্চাদের বুকে জড়িয়ে ছোটাছুটির দৃশ্য ক্যামেরাবন্দি অ্যামাজনের সেরা দৃশ্যগুলোর একটি। অ্যাডভেঞ্চারে আসাদের প্রধান আকর্ষণও কিনকাজো। বাচ্চা কিনকাজো খুব জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণকারীদের কাছে।
পয়জন ডার্ট ব্যাঙ (Poison Dart Frog)
পয়জন ডার্ট ফ্রগ অ্যামাজনে বসবাসকারী ব্যাঙদের সেরা প্রতিনিধি। এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাঙকে শিকারিদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এর বিষ শিকারিরা শিকারের জন্য ব্যবহƒত তীরের মাথায় লাগায়। এ কারণেই এ বিষাক্ত প্রাণীটির নাম দেওয়া হয়েছে পয়জন ডার্ট ব্যাঙ। ব্যাঙগুলো আকৃতিতে বেশ ক্ষুদ্র। সোনালি রঙের পয়জন ডার্ট ব্যাঙ মাত্র ২ ইঞ্চি লম্বা, কিন্তু এর বিষ ১০ জন শক্ত-সমর্থ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই ব্যাঙের বিষ সংগ্রহ করে তা চিকিৎসার কাজে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। অনেকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বিষ সংগ্রহ করারও চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয়নি। বেদনানাশক হিসেবে পয়জন ডার্ট ব্যাঙের বিষ থেকে তৈরি ওষুধ আবিষ্কারের কাজ চলছে ধীরে ধীরে। পয়জন ডার্ট ব্যাঙ তার শিকারকে ধরতে বিষের ব্যবহারটা ভালো করেই জানে। প্রথমে জিভ দিয়ে শিকারকে আটকিয়ে ধরে এবং ধীরে বিষ ঢুকিয়ে দেয় শিকারের বুকে।
কোনো কারণে যদি এই শক মানুষের গায়ে লাগে তবে সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে প্রায় সঙ্গে সঙ্গেই...
ইলেকট্রিক ইলের মতো ভয়ানক কিছু জলতলে দ্বিতীয়টি নেই। এ পর্যন্ত প্রায় ৬০০ ভোল্ট মাত্রার ইলেকট্রিক শক দিতে সক্ষমতার কথা জানান দিয়েছে ইলেকট্রিক ইল। অ্যামাজনের স্বাদুপানিতে এদের অবাধ বিচরণ। তবে বেশির ভাগ সময় এরা জলাশয়ের কর্দমাক্ত তলদেশে বাস করে। যদিও পানির ওপরও এদের দেখা পাওয়া যায়। ছোট প্রাণী শিকার করতে গিয়ে ইলেকট্রিক শক ব্যবহার করে থাকে বলে এদের অনেকেই ইলেকট্রিক ইল ডেকে থাকে। তবে কোনো কারণে যদি এই শক মানুষের গায়ে লাগে তবে সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে প্রায় সঙ্গে সঙ্গেই। ইলেকট্রিক ইলকে কাবু করতে তাদের সবটুকু ইলেকট্রিক শক বের করে দেওয়া ছাড়া উপায় নেই।
ব্ল্যাক জাগুয়ার (The Black Jaguar)
ব্ল্যাক জাগুয়ার পৃথিবী থেকে প্রায় হারিয়েই যেতে বসেছে। যে কয়টি অবশিষ্ট আছে তাদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে অ্যামাজন। অ্যামাজনের সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ংকর প্রাণী জাগুয়ার তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জাগুয়ারের খাদ্য তালিকায় আছে হরিণ থেকে শুরু করে ইঁদুর। শিকারে দক্ষ এই প্রাণী বাঘের মাসতুতো ভাই বললেও ভুল হবে না। জাগুয়ার প্রায় ৮৭ ধরনের ভিন্ন ভিন্ন প্রাণীকে যোগ করে নিয়েছে তার খাদ্য তালিকায়। দুর্ধর্ষ এই প্রাণী চলার পথে পড়লে আস্ত মানুষকে শিকার করতেও ছাড়ে না। পানিতে ঝাঁপিয়ে পড়েও এ প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। সাঁতারে দক্ষ জাগুয়ার অনায়াসে সাঁতার কেটে শিকারকে ঠিকই কাবু করে ফেলে। ঝগড়া বেঁধে গেলে জাগুয়ারের চেয়ে হিংস্র প্রাণী অ্যামাজনে মেলা ভার। অ্যামাজনের এ আশ্চর্য সুন্দর কিন্তু ভয়ংকর প্রাণীটি বিলুপ্তির পথে, তাই বিশেষজ্ঞরা চেষ্টা করছেন একে রক্ষা করার। এরা পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং হিংস্র প্রাণী। দক্ষিণ আমেরিকায় এটি পরিচিত জাগুয়ার নামে। আফ্রিকা এবং এশিয়ায় পাওয়া যায় এদের। আর উত্তর আমেরিকার দেশগুলোতে এরা পরিচিত পুমা হিসেবে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, জীবিত বাঘদের মধ্যে এরাই সবচেয়ে দ্রুতগতির এবং এদের শিকারের পিছু লেগে থেকে মারার আগ পর্যন্ত তাড়া করার দারুণ গুণ রয়েছে। জাগুয়ারকে নিয়ে ভয় পাওয়ার আরেকটি কারণ হলো এদের হিংস্রতা। সাধারণত বাঘ জাতীয় প্রাণীরা আক্রমণাত্মক হয় না। শুধু খিদে পেলেই তাদের নিয়ন্ত্রণ হারাতে দেখা যায়। সে দিক থেকে জাগুয়ার অনেক বেশি আক্রমণাত্মক। খিদে না পেলেও জাগুয়ার যদি মনে করে তার পরিবারের অন্য সদস্যদের বা তার আবাসস্থলের দখল নিয়ে কোনো সংকট তৈরি হচ্ছে তাহলে সে শিকারের দিকে ছুটে যায়। অনেক সময় তার শিকারের তালিকায় আরও হিংস্র প্রাণীরাও প্রতিদ্বন্দ্বী হয়েছে। সেক্ষেত্রে জাগুয়ার মোটেও ছাড় দিতে রাজি নয়। বরং আক্রমণে সে-ই এগিয়ে থাকে। এসব কারণ ছাড়াও জাগুয়ারের খাদ্য তালিকা ক্রমশ ছোট হয়ে আসায় তারা অস্তিত্ব সংকটে পড়েছে। জাগুয়ারের অস্তিত্ব বাঁচাতে বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। কিন্তু অ্যামাজন থেকে একবার তারা হারিয়ে গেলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা আর সম্ভব হবে না এই মত সবারই। অ্যামাজনের এই ভয়ংকর সুন্দর প্রাণীটির দিন শেষ হয়ে আসছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এখন সময় বলে দেবে তাদের ভবিষ্যৎ কী।Facebook | YouTube | Instagram | Twitter
Thank. This post is the great to know the amazon forest.
ReplyDeleteThank you very much.
Delete