Skip to main content

Posts

Showing posts with the label Annimal Soucre

অ্যামাজনের ভয়ংকর প্রাণীরা

  পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন। যা অদ্ভুত ও ভয়ংকর প্রাণীদের আবাসস্থল। পৃথিবীর সব রেইনফরেস্টের দ্বিগুণ। যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে। অ্যামাজনের আকর্ষণীয় ও ভয়ংকর প্রাণীদের আদ্যোপান্ত লিখেছেন-   তকিকুল ইসলাম ব্ল্যাক কেইম্যান (Black Caiman) অ্যামাজনে কত রহস্য লুকিয়ে আছে তা বলে শেষ করা যাবে না। পাশাপাশি আছে ভয়ংকর প্রাণীদের চলাচল। কুমিরকে যতটা ভয় তার চেয়ে ঢের ভয় ব্ল্যাক কেইম্যানকে। অনেকে ব্ল্যাক কেইম্যানকে বলে থাকে কুমিরের চাচাতো ভাই। কুমিরের চেয়েও অনেক বেশি ভয়ংকর ব্ল্যাক কেইম্যানের জলে একক রাজত্ব। একসময় অ্যামাজন জঙ্গল থেকে এই প্রজাতিটি বিলুপ্তির পথে ছিল। কিন্তু শিকারের কঠিন আইন এদের বিলুপ্তির হাত থেকে অনেকটাই বাঁচিয়েছে। গাঢ় রঙের চামড়া ব্ল্যাক কেইম্যানকে খুব সহজে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে। বিশেষ করে শিকার করার সময় এই ছদ্মবেশ ধরা বেশ কাজের। পিরানহা এদের প্রধান শিকার। তবে পিরানহা ছাড়াও বিভিন্ন ধরনের মাছও এরা ধরে। কখনো কখনো এরা হরিণ এমনকি অ্যানাকোন্ডাকেও আক্রমণ করে বসে। টিকে থাকার লড়াইয়ে ব্ল্যাক কেইম্যানকে অ্যামাজনের অন্যতম উদাহরণ হিসেবে দেখে অনেকে। বুলেট পিঁপড়া