রহস্য আর রোমাঞ্চঘেরা অসংখ্য স্থান রয়েছে পৃথিবীতে। যার কোনো কোনোটি আবার বিস্মিত করে চলেছে যুগের পর যুগ। বিশ্বে এমন কিছু স্থান রয়েছে, যেখানে ভ্রমণ নিষিদ্ধ। জানাচ্ছেন - তকিকুল ইসলাম মেট্রো-২, মস্কো পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি মস্কোর মেট্রো-২। এ যেন এক অজানা রাজ্য। শোনা যায়, স্ট্যালিন ক্ষমতায় থাকাকালীন শহরটি তৈরি করা হয়েছিল। এটি নাকি স্টালিনের গোপন স্কেপ রুট (যে গোপন পথ ধরে পালানো যায়)। যদিও ক্রেমলিনের তরফ থেকে কখনই এর অস্তিত্ব স্বীকার করা হয়নি। রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির প্রজেক্ট ছিল এটি। যার কোডনেম ডি-৬। শোনা গেছে, সাধারণ মেট্রো থেকে এটি অনেক প্রশস্ত। চার রেল লাইনের মেট্রো চলাচল করে মাটির ৫০ থেকে ২০০ মিটার নিচ দিয়ে। মেট্রোটি নাকি সরাসরি ক্রেমলিন ও এফএসবি হেড-কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত। নর্থ সেন্টিনেল দ্বীপ, আন্দামান রহস্যঘেরা নিষিদ্ধ দ্বীপ নর্থ সেন্টিনেল। এটি বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ংকর দ্বীপ। দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয়, সেন্টিনেলিজ। যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো- আধুনি